banner

পরিচালকের বাণী

ড. মুহাম্মদ বযলুর রহমান

বি.এ. (অনার্স), এম. এ-ইসলাম শিক্ষা, পিএইচডি, রাবি

আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বহু বাবা-মা চান তাদের সন্তানকে ক্যাডেট হিসেবে গড়ে তুলতে। ক্যাডেট কলেজের নিয়মানুবর্তী, সুশৃঙ্খল জীবন আর সুন্দর ভবিষ্যতের হাতছানির প্রতি, অনেক বাবা-মায়েরই রয়েছে তীব্র আকর্ষণ। কারণ, বাবা-মায়ের কাছে সন্তানের সুন্দর জীবন, সুন্দর ভবিষৎ নিজেদের জীবনের চেয়েও দামি। তবে সবাই চাইলেও তো আর নিজের সন্তানকে ক্যাডেট হিসেবে পড়ে তুলতে পারেন না। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি। বর্তমানে ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় ১টি আসনের বিপরীতে গড়ে প্রায় ৭০ জন শিক্ষার্থীকে লড়াই করতে হয়। আবার এই ক্যাডেট কলেজগুলো বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর তাই প্রতিনিয়ত ক্যাডেট কলেজ ভর্তির জন্য প্রতিযোগীর সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে৷ সঠিক দিকনির্দেশনা আর পরিকল্পনামাফিক প্রস্তুতি ছাড়া ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এর চেয়ে ও কঠিন বিষয় কি জানেন? ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায় লাইফে মাত্র একবারই। আর পরীক্ষা যখন এতো কঠিন, প্রস্তুতিও তো সেভাবেই আট-ঘাট বেধেই নিতে হবে। তবে ষষ্ঠ শ্রেণির বেশির ভাগ শিক্ষার্থীই এক বছরে ক্যাডেট কলেজ ভর্তির বিশাল সিলেবাসের প্রস্তুতি নিতে চাইলেও, আয়ত্ত করতে পারে না। তবে উপায়? ছোট্ট কোমলমতি শিশুদের উপর যাতে একবারে ক্যাডেট কলেজ ভর্তির বিশাল সিলেবাসের প্রস্তুতি চাপ না পরে, সেজন্য এখন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই ক্যাডেট কলেজ ভর্তির আগাম প্রস্তুতির জন্য প্রয়াস ক্যাডেট কোচিং নিয়ে এলো Cadet Foundation কোর্স। আমাদের এই কোর্সটিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞান বিষয়গুলোতে আপনার সন্তানের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে নিয়মিতভাবে থাকছে স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন Ex-Cadet গণ। যার ফলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই Ex-Cadet-দের গাইডলাইন অনুযায়ী পড়ালেখা করে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতিতে অন্যদের চেয়ে বহু গুণ এগিয়ে থাকবে আপনার সন্তান। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের জন্য আমাদের এই কোর্সে থাকছে - প্রতি সপ্তাহে ৬টি ক্লাস প্রতিটি বিষয়ের জন্য টপিক ভিত্তিক মাসিক পরীক্ষা প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট - সকলের সামনে গুছিয়ে কথা বলা শিখতে বাংলা ও ইংরেজি ফ্রি-হ্যান্ড রাইটিং স্কিল ডেভলপমেন্ট প্রতিটি ক্লাসে এ্যাসাইনমেন্ট ৫টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমাদের Cadet Foundation কোর্সটিতে উপরে উল্লেখিত ফিচারগুলোসহ আরও অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে। তাই কেবলমাত্র প্রয়াস ক্যাডেট কোচিংয়ে আপনার সন্তান একদম বেসিক থেকে ক্যাডেট কলেজ ভর্তির আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব শুধুমাত্র আমাদের এই কোর্সের মাধ্যমে। কেন আপনারা আমাদের এই কোর্সটিতে যুক্ত হবেন? এই কোর্সটির সবগুলো ক্লাসই নিবেন সরাসরি Ex-Cadet/DUET/DU/RU শিক্ষার্থী গণ। যার ফলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই শিক্ষার্থীরা ক্যাডেট কলেজ ভর্তির প্রস্তুতিতে এগিয়ে থাকবে। যেহেতু এই কোর্সটিতে শিক্ষার্থীরা ক্যাডেট কলেজ ভর্তিতে প্রয়োজনীয় জিনিসগুলো সময় নিয়ে আগে থেকেই শিখবে, তাই তারা ষষ্ঠ শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে থাকবে। একবছর ব্যাপী এই কোর্সটিতে রয়েছে নিয়মিত এক্সাম এবং আনলিমিটেড প্র‍্যাকটিসের সুযোগ। যার ফলে একজন শিক্ষার্থীর পড়ালেখার যথাযথ মূল্যায়ন করা অভিভাবকের জন্য অনেক সহজ হয়ে যাবে। কোর্সটিতে সম্পূর্ণরূপে মনযোগ দেওয়া হয়েছে স্টুডেন্টদের ব্যাসিক শক্ত করার ওপর। এতে করে ক্লাস ফোর ও ফাইভ থেকে শিক্ষার্থীরা বেসিক অর্জন করে ষষ্ঠ শ্রেণিতে ক্যাডেট ভর্তির প্রস্তুতিতে এগিয়ে থাকবে। প্রয়াস এই কোর্সটিতে গণিত ও ইংরেজির ওপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। তাই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের গণিতে ও ইংরেজিতে একটি শক্ত বেসিক অর্জন সম্ভব হবে। তবে সঠিক প্রস্তুতির পাশাপাশি ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রার্থীর কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক - জাতীয়তা : প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স : সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে। শারীরিক যোগ্যতা : উচ্চতা : ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য)। সুস্থ্যতা : প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টি শক্তি : চশমাবিহীন, এক চক্ষুতে ৬/১২, অন্য চক্ষুতে ৬/১৮ চশমাসহ, এক চক্ষুতে ৬/৬, অন্য চক্ষুতে ৬/৬ আর চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা। এ্যাসটিগমটিজম এর ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে। তাই একদম ছোট থেকেই যে সব বাবা-মা সন্তানকে ক্যাডেট বানানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যারা নিজের সন্তানের সুশৃঙ্খল ও সুন্দর ভবিষ্যৎ চান । তারা সন্তানের অবসর সময়কে কাজে লাগিয়ে ওকে ভবিষ্যতের পথে কয়েক ধাপ এগিয়ে নিতে পারেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই যারা সন্তানের গণিতে ও ইংলিশে একটি শক্ত বেসিক গড়ে তোলার লক্ষ্যে এক্স ক্যাডেটদের গাইডলাইনে একদম ছোট থেকেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আজই এনরোল করুন প্রয়াস Cadet Foundation কোর্সটিতে। আমাদের কোর্স সমূহ ঃ ১। দীর্ঘমেয়াদী ক্যাডেট কোর্স-ষষ্ঠ শ্রেণি। (বাংলা ও English Version) ২। Cadet Foundation কোর্স-পঞ্চম শ্রেণি। (বাংলা ও English Version) ৩। Cadet Foundation কোর্স-চতুর্থ শ্রেণি। (বাংলা ও English Version) ৪। Cadet Foundation কোর্স-তৃতীয় শ্রেণি। (বাংলা ও English Version) ৫। একাডেমিক কোর্স- সপ্তম শ্রেণি। (বাংলা ও English Version) ৬। একাডেমিক কোর্স- অষ্টম শ্রেণি। (বাংলা ও English Version) ৭। একাডেমিক কোর্স- নবম শ্রেণি। (বাংলা ও English Version) বিস্তারিত ঃ ০১৯৭৮-৯৭৬১৪৪